ডাঃ হাবিবুর রহমান বাংলাদেশের প্রথম চাইল্ড ক্লিনিক্যাল নিউট্রিশন কনসালটেন্ট। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে এম বি বি এস পাশ করেন। ২৫ তম বিসিএসে তিনি স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জন থেকে প্রথমে শিশু স্বাস্থ্য ও পরে নবজাতকের উপর এফসিপিএস প্রথম পর্ব সম্পন্ন করে তিনি ঢাকা মেডিকেল কলেজে সহকারী রেজিস্ট্রার পরে রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত হন। শিশু স্বাস্থ্যের উপর পরবর্তীতে তিনি পিজি হাসপাতাল থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। শিশু স্বাস্থ্যের উপর ডিগ্রী করার পর তিনি উপলব্ধি করেন চিকিৎসা সমন্বিত পুষ্টির সমাধান না করলে শিশুর পূর্ণাঙ্গ সুস্হ্যতা সম্ভব নয়। এরপর একে একে তিনি 'Nutritional Science' এর উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে'Public Health' যার মেজর বিষয় ছিল - 'RCH: Child Growth and Nutrition' এর উপর সর্বোচ্চ স্কোর করে মাস্টার্স সম্পন্ন করেন এবং গোল্ড মেডেল প্রাপ্ত হন। তিনি শিশু পুষ্টির উপর বোস্টন ইউনিভার্সিটি, আমেরিকা থেকে এক বছর ব্যাপী 'Post Graduate Paediatric Nutrition' ডিগ্রি সম্পন্ন করেন। তিনি অস্ট্রেলিয়ার 'The University Of Sydney' এর 'Sydney Medical School' থেকে এক বছর মেয়াদি 'International Postgraduate Paediatric Certificate' কোর্সটি সম্পন্ন করেন। সর্বশেষ তিনি জার্মানির 'Ludwig- Maximilians: University Of Munich' থেকে 'Early Nutrition Specialists' কোর্সটি সম্পন্ন করেন। টিভি প্রোগ্রামে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন বাংলা এবং ইংরেজি জাতীয় দৈনিকে তিনি নিয়মিত শিশু পুষ্টির উপর গুরুত্বপূর্ণ আর্টিকেল লিখে থাকেন। দেশ বিদেশের বিভিন্ন জার্নালে তার একাধিক প্রকাশনা রয়েছে। তার একটি লেখা 'The Children's Hospital At Westmead' অস্ট্রেলিয়ার brochure এর মূলপাতায় অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশিত হয়। তিনি বর্তমানে সহ.অধ্যাপক হিসেবে একটি সরকারি হাসপাতালে কর্মরত আছেন।
স্কয়ারফিটের সংস্কৃতিতে যেন আটকে পড়েছে আমাদের শিশুরা। আবদ্ধ জীবন। মাঠের খেলা ফুটবল ক্রিকেট সেটাও খেলছে মোবাইলে। বাস্তবতা মা-বাবা দুই জনকেই চাকুরি করতে বাধ্য করছে। কিন্তু যাদের জন্য এত পরিশ্রম সেই সন্তানদের কেই সময় দেওয়া সম্ভব হচ্ছে না। স্নেহময়ী মায়ের অনুসন্ধিৎসু মন যেন সবসময় জানতে চাই আমার বাচ্চার ওজন,উচ্চতা,বিএমআই,মানসিক বিকাশ সব ঠিকমতো বাড়ছে তো? তার দৈনন্দিন খাবারের মেন্যুতে সব পুষ্টি থাকছে তো? বাচ্চা একেবারেই খেতে চাচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে আর খাবার খাওয়া না খাওয়া নিয়ে যুদ্ধ যেন মায়ের টেনশনের পারদ বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এটা থেকে মুক্তির উপায় কী? এছাড়া ও -----
ভাল থাকুক, সুস্থ্য থাকুক আমাদের সোনামনিরা।স্বাস্থ্যবান ও মেধাবী শিশুতে ভরে উঠুক আমাদের প্রতিটি ঘর।
© 2020 Dr.Habibur Rahman. All Rights Reserved.Developed by Nebulas IT LTD