আমাদেরকে অনুসরণ করুন

আমার সম্পর্কে

ডাঃ হাবিবুর রহমান বাংলাদেশের প্রথম চাইল্ড ক্লিনিক্যাল নিউট্রিশন কনসালটেন্ট। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে এম বি বি এস পাশ করেন। ২৫ তম বিসিএসে তিনি স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জন থেকে প্রথমে শিশু স্বাস্থ্য ও পরে নবজাতকের উপর এফসিপিএস প্রথম পর্ব সম্পন্ন করে তিনি ঢাকা মেডিকেল কলেজে সহকারী রেজিস্ট্রার পরে রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত হন। শিশু স্বাস্থ্যের উপর পরবর্তীতে তিনি পিজি হাসপাতাল থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। শিশু স্বাস্থ্যের উপর ডিগ্রী করার পর তিনি উপলব্ধি করেন চিকিৎসা সমন্বিত পুষ্টির সমাধান না করলে শিশুর পূর্ণাঙ্গ সুস্হ্যতা সম্ভব নয়। এরপর একে একে তিনি 'Nutritional Science' এর উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে'Public Health' যার মেজর বিষয় ছিল - 'RCH: Child Growth and Nutrition' এর উপর সর্বোচ্চ স্কোর করে মাস্টার্স সম্পন্ন করেন এবং গোল্ড মেডেল প্রাপ্ত হন। তিনি শিশু পুষ্টির উপর বোস্টন ইউনিভার্সিটি, আমেরিকা থেকে এক বছর ব্যাপী 'Post Graduate Paediatric Nutrition' ডিগ্রি সম্পন্ন করেন। তিনি অস্ট্রেলিয়ার 'The University Of Sydney' এর 'Sydney Medical School' থেকে এক বছর মেয়াদি 'International Postgraduate Paediatric Certificate' কোর্সটি সম্পন্ন করেন। সর্বশেষ তিনি জার্মানির 'Ludwig- Maximilians: University Of Munich' থেকে 'Early Nutrition Specialists' কোর্সটি সম্পন্ন করেন। টিভি প্রোগ্রামে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন বাংলা এবং ইংরেজি জাতীয় দৈনিকে তিনি নিয়মিত শিশু পুষ্টির উপর গুরুত্বপূর্ণ আর্টিকেল লিখে থাকেন। দেশ বিদেশের বিভিন্ন জার্নালে তার একাধিক প্রকাশনা রয়েছে। তার একটি লেখা 'The Children's Hospital At Westmead' অস্ট্রেলিয়ার brochure এর মূলপাতায় অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশিত হয়। তিনি বর্তমানে সহ.অধ্যাপক হিসেবে একটি সরকারি হাসপাতালে কর্মরত আছেন।

টিম

স্বীকৃতি

  • এক্সিকিউটিভ মেম্বার : নিউট্রিশন সোসাইটি অব বাংলাদেশ
  • মেম্বার : বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন
  • এডভাইজার : বাংলাদেশ ফুড এন্ড নিউট্রিশন সোসাইটি
  • মেম্বার : আমেরিকান সোসাইটি ফর নিউট্রিশন
  • মেম্বার : কানাডিয়ান নিউট্রিশন সোসাইটি
  • মেম্বার : দি নিউট্রিশন সোসাইটি ইউ কে (যুক্তরাজ্য)

সেবা সমূহ

  • যে সমস্ত বাচ্চারা একদম খেতে চাইনা অথবা দিন দিন শুকিয়ে যাচ্ছে সেই বিষয়ে পরামর্শ প্রদান ও খাদ্য তালিকা প্রনয়ণ।
  • বয়স অনুযায়ী শিশুর ওজন , উচ্চতা বা মানসিক বিকাশ ঠিক আছে কিনা সেটা পরিমাপ ও নিউট্রিশনাল প্লান।
  • অপুষ্টিতে ভোগা শিশু বা অতিরিক্ত মোটা/ শিশুর স্থূলতা বিষয়ক ডায়েট প্ল্যান।
  • অটিস্টিক শিশু/অতি অস্থির শিশু অথবা ADHD শিশুর খাদ্য পরামর্শ।
  • শিশুদের হরমোনাল সমস্যা যেমন: ডায়াবেটিস বা হাইপোথাইরয়েড সমস্যার খাদ্য তালিকা প্রণয়ন।
  • বয়সভেদে শিশুর খাদ্য পরামর্শ যেমন : ছয় মাস বয়স শেষে অতিরিক্ত খাবার বা complementary feeding বিষয়ক পরামর্শ, এছাড়া ও বিভিন্ন বয়সী শিশু যেমন বাড়ন্ত শিশু , স্কুল পড়ুয়া শিশুর ডায়েট প্লান।
  • যে সকল বাচ্চা খাবারের পর পরই বমি করে তাদের খাদ্য ও চিকিৎসা পরামর্শ।
  • শিশুর মেধা বিকাশ, ওজন/ উচ্চতা বৃদ্ধির ডায়েট প্লান।
  • বিভিন্ন Blood disorders যেমন- থ্যালাসেমিয়ার কারনে রক্ত শূন্যতা পূরণের ডায়েট।
  • বিভিন্ন পরিপাকতন্ত্রের সমস্যা যেমনঃ গ্যাস্ট্রিকের সমস্যা, দীর্ঘমেয়াদী ডায়রিয়া/আমাশয়, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, খাদ্যে এলার্জীর ডায়েট চার্ট ।
  • বিভিন্ন জেনেটিক সমস্যা যেমনঃ DOWN syndrome, হেমোফিলিয়া (Hemophilia) এর নিউট্রিশনাল প্লান।
  • বিভিন্ন মেটাবলিক সমস্যা যেমনঃ Wilson's disease, Phenylketonuria, রিকেটস (Rickets) আক্রান্ত শিশুর খাবার পরামর্শ।
  • এছাড়াও হাড়ের (Bones) সমস্যা, দীর্ঘমেয়াদী জ্বর, কিডনির সমস্যা সহ শিশুদের সকল রোগের চিকিৎসা সমন্বিত নিউট্রিশনাল প্লান প্রদান করা হয়ে থাকে।

কিছু কথা

স্কয়ারফিটের সংস্কৃতিতে যেন আটকে পড়েছে আমাদের শিশুরা। আবদ্ধ জীবন। মাঠের খেলা ফুটবল ক্রিকেট সেটাও খেলছে মোবাইলে। বাস্তবতা মা-বাবা দুই জনকেই চাকুরি করতে বাধ্য করছে। কিন্তু যাদের জন্য এত পরিশ্রম সেই সন্তানদের কেই সময় দেওয়া সম্ভব হচ্ছে না। স্নেহময়ী মায়ের অনুসন্ধিৎসু মন যেন সবসময় জানতে চাই আমার বাচ্চার ওজন,উচ্চতা,বিএমআই,মানসিক বিকাশ সব ঠিকমতো বাড়ছে তো? তার দৈনন্দিন খাবারের মেন্যুতে সব পুষ্টি থাকছে তো? বাচ্চা একেবারেই খেতে চাচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে আর খাবার খাওয়া না খাওয়া নিয়ে যুদ্ধ যেন মায়ের টেনশনের পারদ বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এটা থেকে মুক্তির উপায় কী? এছাড়া ও -----

  •  ছয় মাস বয়স শেষ হবার পর মায়েরা চিন্তিত থাকেন তার সোনামণিকে বাড়তি খাবার বা complementary feeding কি দিবেন অথবা বাড়ন্ত শিশু/ স্কুল পড়ুয়া শিশুর নিউট্রিশনাল প্লানটাও বা কী হবে?
  •  ছয় মাস বয়স শেষ হবার পর মায়েরা চিন্তিত থাকেন তার সোনামণিকে বাড়তি খাবার বা complementary feeding কি দিবেন অথবা বাড়ন্ত শিশু/ স্কুল পড়ুয়া শিশুর নিউট্রিশনাল প্লানটাও বা কী হবে?
  •  অতিরিক্ত মোটা বা childhood obesity অথবা অপুষ্টিতে ভোগা শিশুর ডায়েট প্লানটাও বা কি হবে?
  •  অটিস্টিক শিশু /ADHD/ অতি অস্হির শিশুর খাদ্য পরামর্শ।
  •  শিশুদের বিভিন্ন হরমোনাল সমস্যা যেমন: ডায়াবেটিস বা থাইরয়েড সমস্যার খাদ্য তালিকা প্রণয়ন।
  •  এছাড়াও শিশুর মেধা বিকাশ,ওজন,উচ্চতা বৃদ্ধির ডায়েট,হাড়ের সমস্যা, Blood disorders যেমন- থ্যালাসেমিয়ার কারনে রক্তশূন্যতা পূরণের ডায়েট, গ্যাস্ট্রিকেরসমস্যা, ক্রনিক ডায়রিয়া, ডিসেন্ট্রি, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, খাবারের পরেই বমি, খাদ্য এলার্জী, দীর্ঘ মেয়াদি জ্বর, জন্ডিস, জেনেটিক সমস্যা যেমন- DOWN syndrome, মেটাবলিক সমস্যা- Wilson's disease, Phenylketonuria, Rickets, Galactosemia অথবা কিডনি ডিজিসসহ শিশুদের সকল রোগের চিকিৎসা সমন্বিত নিউট্রিশনাল/ডায়েট প্লান দেবার জন্য ডাক্তার হাবিবুর রহমান স্যার আছেন আপনার পাশে সবসময়।

ভাল থাকুক, সুস্থ্য থাকুক আমাদের সোনামনিরা।স্বাস্থ্যবান ও মেধাবী শিশুতে ভরে উঠুক আমাদের প্রতিটি ঘর।

যোগাযোগ